সকল মেনু

খুলনা জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে-জয়ী প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা, ১ ডিসেম্বর:  শনিবার অনুষ্ঠিত খুলনা জেলা শিল্পকলা একাডেমীর ১০টি সদস্য পদের নির্বাচনে সাংস্কৃতিক সম্মিলন পরিষদ মনোনীত প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন। নির্বাচিতরা হলেন মিনা মিজানুর রহমান (২৫৫ ভোট), মকবুল হোসেন মিন্টু (২৫৪ ভোট), এসকে,সাহিদুর রহমান সাইদ (২৩৬ ভোট), কামরুল ইসলাম বাবলু (২২৯ ভোট), শেখ আব্দুস সালাম (২২৬ ভোট), পুতুল হায়দার (২২০ ভোট), ভারতী ঘোষ (২১৭ ভোট), মো: শরীফ খান (২১৫ ভোট), মো:এনামুল হক বাচ্চু (২১৪ ভোট), ও শরিফুল ইসলাম সেলিম (২০৬ ভোট)।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থীরা ছিলেন নেয়ামুল হোসেন কচি (১৮৬ ভোট), চৌধুরী মিনহাজ-উজ-জামান (সজল) (১৫৪ ভোট), গাজী লিয়াকত হোসেন (৮১ ভোট), মো: হুমায়ূন রেজা খান মিঠু (৭৭ ভোট) ডা:সিদ্ধেশ্বরী রায় (৫২ ভোট), শেখ জামাল উদ্দিন (৩০ ভোট), ও মোতালেব মিয়া (২৮ ভোট)।

দীর্ঘ ২২বছর পর খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন এবং ৪১৬জন ভোটারের মধ্যে ৩৫১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম আরিফ পাশা।

নির্বাচন উ-কমিটির সদস্য ছিলেন অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ ও অধ্যাপক আনোয়ারুল কাদির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top