সকল মেনু

‘নিউজ ফিড’ আসছে ফেসবুকে

ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৩০ নভেম্বর:  ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড পড়ার সুবিধার্থে নতুন একটি ফিচার আনতে পারে  কর্তৃপক্ষ। ‘সেভ ফর লেটার’ নামের এ ফিচারটি নিউজফিড বুক মার্ক করে রাখার সুবিধা দেবে। ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারের সময় পছন্দসই পোস্ট পরের কোনো সুবিধাজনক সময়ে পড়ার জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন ব্যবহারকারী। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল।

এ ছাড়াও খবর পড়ার বিশেষ সুবিধার একটি ফিচার তৈরি করছে প্রতিষ্ঠানটি যা ব্যবহারকারীকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পড়ার ও সংগ্রহ করে রাখার সুবিধা দেবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ব্যবহারকারীকে বিভিন্ন থার্ড পার্টি প্রকাশকের নিউজফিডগুলো পড়ার সুবিধা দেবে তারা।

এর আগে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও একসময় জানিয়েছিলেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত সংবাদপত্রের মতো এক ধরনের সুবিধা গড়ে তুলবে ফেসবুক। কবে নাগাদ এ ফিচার উন্মুক্ত করা হবে সে বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top