সকল মেনু

দেশ টিভিতে ‘দেশে দেশে যুদ্ধাপরাধ’

 বিনোদন ডেস্ক, ঢাকা, ১ ডিসেম্বর:  পৃথিবীর বিভিন্ন স্থানে সংগঠিত যুদ্ধাপরাধ নিয়ে ১২ পর্বের ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচার করবে দেশ টিভি। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। রবিউল করিম-এর পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী, আমজাদ সুজন ও সফিউল শাহীন। অনুষ্ঠানটি সম্পর্কে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে প্রথম প্রতিষ্ঠিত হয় ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল। সেই থেকে আজ অবধি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকার্য পরিচালিত হচ্ছে। সেইসবের বিচার প্রক্রিয়া, প্রশিকিউশনের যুক্তি-তর্ক, অভিযুক্তদের পাল্টা যুক্তি, বিচারকদের দেয়া রায়, দোষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি ও ওই শাস্তি কার্যকর করা প্রসঙ্গে নানা তথ্য তুলে ধরা হয়েছে। ১ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top