সকল মেনু

কুড়িগ্রামে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাংচুর, অগ্নি সংযোগ লাঞ্চিত, গ্রেফতার-৩

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর, অগ্নি সংযোগ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তাজুল ইসলাম চৌধুরীকে লাঞ্চিত করেছে হরতাল সমর্থকরা। আজ রোববার সকাল ১০ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে হরতালের সমর্থনে ১৮ দলের একটি মিছিল শহর প্রদক্ষিন করে। এ সময় মিছিল থেকে বিক্ষুদ্ধ হরতাল সমর্থকরা শহরের সবুজ পাড়াস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এর আগে শহরের কালীবাড়ী মোড়ে ১৮ দলের সমর্থকদের পিকেটিংয়ের সময় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী মটর সাইকেলে কর্মী সমর্থক নিয়ে যাওয়ার সময় পিকেটাররা মটর সাইকেল ভাংচুর ও তাকে লাঞ্চিত করে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শহর জুড়ে টানটান ইত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপরে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী বলেন, সারা বাংলাদেশের রাজনীতি এক রকম আর কুড়িগ্রামের রাজনীতি এক রকম। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং আইনের আশ্রয় নেয়ার কথা বলেন। এ অবস্থায় সরকার নিরাপত্তা না দিলে নির্বাচন করা সম্ভব না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top