সকল মেনু

ভোলায় বিএনপি নেতা-কর্মীরা বাগানে !

ভোলা প্রতিনিধি: ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল শনিবার বিএনপি নেতা-
কর্মীদেরকে রাস্তায় তেমন দেখা যায়নি। তাদেরকে অনেকটা নিস্ক্রীয় দেখা গেছে। দলীয় কার্যালয়ও ছিল বন্ধ। তবে রাস্তায় না
থাকলেও কিছু নেতা-কর্মীদের বাগানে অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, পুলিশি গ্রেপ্তার আতঙ্কে তারা রাস্তা থেকে বাগানে
অবস্থান করছেন। গতকাল শনিবার সরেজমিন পরিদর্শকালে দেখা গেছে, সকাল ১১টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বাগানে বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মী অবস্থান করছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হকের নেতৃত্বে এসব নেতা-কর্মী ওই বাগানে অবস্থান করেছেন। এ সময় ভোলা-
চরফ্যাশন সড়ক দিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় বিএনপির ওই সব নেতা-কর্মীরা একটি বাড়ির পেছনে বাগানের
ভেতর অবস্থান নেন। এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বিএনপি নেতা-
কর্মীরা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা সড়ক অবরোধে অংশ নিয়েছেন বলেও দাবি করেন তিনি। বেলা ১২টার দিকে
মহাজনপট্টির জেলা বিএনপি কার্যালয়টিও বন্ধ দেখা গেছে। দলীয় কার্যালয়ের সামনে ২-৩ জন পুলিশকে অবস্থান করতে দেখা গেছে।
তবে, বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় ছিল অনেকটা সরব। সকাল ১০টায় বিজেপির নেতা-কর্মীরা সদর উপজেলার বাপ্তা
ইউনিয়নের পাইলট এলাকায় ইলিশা-লক্ষীপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া বেলা ১১টার দিকে ভোলা
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে বেজেপি নেতা-কর্মীরা অবরোধ করে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারী বিজেপি নেতা-কর্মীদের হাতাহাতি হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে নতুন বাজার চত্বরে বিজেপির দলীয় কার্যালয়ের ভেতরও বেশ কয়েকজন নেতা-কর্মীদের সরব অবস্থানে দেখা গেছে। ওই কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থান করতে দেখা গেছে। জেলা বিজেপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম রতন জানান, বিজেপি নেতা-কর্মীরা কয়েকটি স্পটে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ভোলা সদর থানার ওসি সুলতান আহমেদ জানান, বিজেপি তা-কর্মীদের ওপর পুলিশ কোন লাঠিচার্জ করেনি। এ ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top