সকল মেনু

দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কে?

ঢাকা, ৩০ নভেম্বর : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ আটক হওয়ার পর এ সংকটে পড়েছে দলটি। আরেক যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ দলের মুখপাত্রের দায়িত্ব পালনের কথা থাকলেও দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় কার্যালয়ে দেখা যায়নি তাকে। তিনি কার্যালয়ে আসবেন কি না, তা-ও নিশ্চিত নয়।

শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ সালাহউদ্দিন আহমেদের নামে মামলা রয়েছে। এ অবস্থায় তিনিও গ্রেফতারের ঝুঁকিতে রয়েছেন।

তবে দলীয় একটি সূত্র জানায়, শেষ পর্যন্ত চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দলের মুখপাত্রের দায়িত্ব পালন করতে পারেন। এর আগেও এমন সংকটকালীন মুহহূর্তে মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে রুহুল কবীর রিজভীকে আটকের পর সকাল থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় পুরোপুরি নেতাশূন্য অবস্থায় রয়েছে। যদিও গত ৮ নভেম্বর বিএনপি পাঁচ শীর্ষ নেতা আটকের পর থেকেই এখানে নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা শূন্যের কোটায় নেমে গেছে।

বিএনপির কার্যালয় ঘুরে দেখা গেছে, পুরো কার্যালয় এখন এলোমেলো। কার্যালয়ে দ্বিতীয় তলায় সবকিছুই ছড়ানো ছিটানো। এখানে ওখানে পড়ে আছে কাগজপত্র। আসবাবপত্রও রয়েছে আগোছালো অবস্থায়। তৃতীয় তলায় ব্রিফিংয়ের স্থানে চেয়ারগুলো পড়ে আছে এখানে সেখানে। দপ্তরের ভিতরে ঢোকার প্রবেশ পথে পড়ে আছে দরজার ভাঙার কাঁচ। কম্পিউটার রুমের অবস্থা আরো বেহাল। অফিসের কেবিনেট ভেঙে আসবাব পড়ে আছে এলোমেলো। রিজভী যেখানে থাকেন, সেই কক্ষটির বিছানাসহ সব এলোমেলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top