সকল মেনু

দেশে রক্তের বন্যা বইবে : মাহবুব

এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন
এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৩০ নভেম্বর : একতরফা নির্বাচনের চেষ্টা দেশে রক্তের বন্যা বইয়ে দেবে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে তার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,“আপনি ঐতিহাসিক পরিবারের সদস্য। তাই অবস্থান পরিবর্তন করুন। নিজে বাঁচুন, গনতন্ত্র বাঁচান।”

খন্দকার মাহবুব বলেন, দমননীতি চালিয়ে সাময়িকভাবে ক্ষমতায় থাকা যায় কিন্তু এর পরিনতি হবে ভয়াবহ।

শনিবার পেশাজীবিদের একটি প্রতিনিধি দল বিএনপি কার্যালয় পরিদর্শণ শেষে দুপুর একটার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিনিধি দলে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা রফিকুল ইসরাম বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top