সকল মেনু

দেশীয় হ্যাকার হাতিয়ে নিচ্ছে ইনবক্স

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : Araf22 নামক একটি দেশি ডেভেলাপার সম্প্রতি “প্রিয় চ্যাট বন্ধু” নামের একটি ফেসবুক অ্যাপ তৈরি করেছে। বেশ জনপ্রিয়তাও পেয়েছে এ্যাপটি। কৌতহলবশত অনেকেই ব্যাবহার করেছেন এ্যাপটি।

এ্যাপটির মাধ্যমে জেনে নেয়া যায় আপনি কার সাথে সবচাইতে বেশি চ্যাট করেছেন, সেটির উপর ভিত্তি করে বলা সম্ভব কে ফেইসবুকে আপনার সবচাইতে আপন।

কিন্তু অ্যাপটি হ্যাক করে হাতিয়ে নিচ্ছে সবার মেসেজ বক্স এর গোপনীয় সব মেসেজ।  মেসেজের পরিমাণ গননা করার জন্যে অ্যাপটি ফেইসবুকের মেসেজ ইনবক্স অ্যাকসেস করে থাকে। এ ব্যাপারটি ফেসবুক ব্যবহারকারীদের শুরুতেই জানিয়ে থাকে। বেশিরভাগ সময়ই ব্যবহারকারীরা না বুঝেই এই পার্মিশনটি দিয়ে থাকেন, এবং কাজ শেষে এটি বন্ধ করতেও ভুলে যান।

অ্যাপটির ডেভেলাপার শুধু মেসেজগুলো হাতিয়েই নেয়নি, সেগুলো টেক্সট ফাইল আকারে একটি সার্ভারে হোস্ট করে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। সবচাইতে ভয়াবহ ব্যাপারটি হচ্ছে এই হ্যাকের শিকার বেশিরভাগ ব্যবহারকারীরাই জানেন না এই ঘটনা সম্পর্কে। অ্যাপটি প্রতিদিন তাদের সকল মেসেজ এই হোস্টটিতে জমা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top