সকল মেনু

ছুটির দিনেও সচল হিলি স্থলবন্দর

  হিলি (দিনাজপুর), ২৯ নভেম্বর:  সাপ্তাহিক ছুটির দিনেও দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরে চালু রয়েছে আমদানী-রফতানি বাণিজ্য।সকাল থেকেই বন্দর অভ্যন্তরে পণ্য লোড আনলোডসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়।

শুক্রবার সকালে বন্দর অভ্যন্তর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে তাদের নিজ দেশে ফেরৎ গেছে। পরে সকাল ১১ টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য স্বাভাবিক গতিতে হয়েছে। বন্দর অভ্যন্তরে পণ্য খালাস পণ্য লোড সহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম হটনিউজ২৪বিডি.কমকে জানান, অবরোধের ফলে হিলি স্থলবন্দরে সৃষ্ট পণ্যজট কমানো, ব্যবসায়িদের ক্ষতি পুষিয়ে নিতে এবং দেশের বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবারও বন্দরের আমদানী রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম হায়দার জানান, হিলি শুল্ক ষ্টেশন কর্তৃপক্ষের নির্দেশে ছুটির দিনেও সকল কার্যক্রম চালু রাখা হয়েছে। সকাল থেকেই সকল শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

হিলি শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার মাজেদুল হক জানান, রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনারের নির্দেশে শুক্রবারও বন্দরের আমদানী-রফতানি বানিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top