সকল মেনু

আ. লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা-সৈয়দ আশরাফুল ইসলাম

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৯ নভেম্বর:  দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি -১ এ রাজনৈতিক কার্যালয়ে দলের সৈয়দ আশরাফুল ইসলাম প্রার্থীদের নামগুলো ঘোষণা করেন।

৩০০ আসনের মধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক ফুটবলার ও ক্রিকেটার রয়েছেন।

নবম সংসদের আওয়ামী লীগের অধিকাংশ সাংসদ এবারও মনোনয়ন পেয়েছেন। পদ্মা সেতুর কেলেঙ্কারির কারণে মন্ত্রীত্ব হারানো আবুল হোসেন এবার মনোনয়ন পাননি।

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।

এ সময় দেওয়া বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, তৃণমুলের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন করা হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের কোনো বিকল্প নেই। আশা করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। প্রায় ২ হাজার ৬০০ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম তুলেছেন। এরা প্রত্যেকেই মনোনয়ন পাওয়ার যোগ্য। তবে যেহেতু আসন মাত্র ৩০০, তাই অনেক যোগ্যকে দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, এটা আওয়ামী লীগের মনোনয়ন। মহাজোটের পরে ঘোষণা করা হবে।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন—পঞ্চগড়-১ মো. মজাহারুল হক প্রধান। পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন। ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ ইমদাদুল।
দিনাজপুর-১ গোপাল চন্দ্র, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মুস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক। নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ গোলাম মোস্তফা, নীলফামারী-৪ মারুফ সাকলাইন এবং লালমনিরহাট-১ মোতাহার হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top