সকল মেনু

তোমাকে ভালবেসে

আফিফা জামান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  তোমাকে ভালবেসে একশো টাকার পেট্রল পুড়িয়ে বিষাক্ত বাতাস খেতে পারবো না
স্বদেশে পানির বাজার দর পঞ্চাশ টাকা। তোমাকে ভালবেসে একশো টাকায় রাত জেগে তোমার রূপের বন্দনা করতে পারবো না।
স্বদেশে একজন শ্রমিকের একদিনের  শ্রমের বাজার দর পঞ্চাশ টাকা।

তোমাকে ভালবেসে চাইনিজে চাওমিন খাওয়াতে
পারবো না। স্বদেশে এক কোটি মানুষ
এক বেলা ভাত খেতে পায়না।

তোমাকে ভালবেসে আকাশ ছোঁয়া দালান কোঠায়
তাজমহল বানাতে পারবো না।
স্বদেশে এক কোটি মানুষ গৃহহীন খোলা আকাশের নীচে
অমানবিক জীবন যাপন করে।

তোমাকে ভালবেসে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা
দাঁড়িয়ে থাকতে পারবো না।
স্বদেশে পতিতালয়ের ভালবাসার আন্তর্জাতিক বাজার দর
ঘণ্টায় মাত্র পঞ্চাশ টাকা।

শত যন্ত্রণার আগুনে পুড়ে বিবেকের খোলসে মুখ ঢেকে
কোন মিথ্যের ছত্রছায়ায় তোমার সাথে ভালবাসার
অভিনয় করতে পারবো না।

ভাল বাসবো না, ভালবাসতে পারবো না
এটা আমার প্রতিবাদ!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top