সকল মেনু

অনুর্ধ্ব-১৯ দলের রিপোর্টিং শুক্রবার

স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ২৮ নভেম্বর:  ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল ঢাকা আসছে আগামী ২ ডিসেম্বর। ৬ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ৭টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তরুণরা। ওয়ানডে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুক্রবার সাহারা-বিসিবি এ্যাকাডেমি মাঠে রিপোর্টিং করবে ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড। বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান জসিম উদ্দিন।

৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে ক্যারিবিয়ানরা। এরপর ৬ ডিসেম্বর  চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ (৬, ৮ ও ১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের একই ভেন্যুতে। তবে তৃতীয় একদিনের ম্যাচটি কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিসিবি। চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচ দু’টি (১৪ ও ১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এছাড়া সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর। ২১ ডিসেম্বর নিজ দেশে ফিরে যাবে অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ঘোষিত বাংলাদেশ স্কোয়াড

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জসিম উদ্দিন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম,নাজমুল হোসেন,ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রাধান, মোস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, জুবায়ের হোসেন, রাতাফুল ফেরদৌস।

স্ট্যান্ড বাই : জাকির হোসেন, সিফাত ইসলাম, নাহিদ হাসান, প্রসেনজিৎ দাস, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সুমন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top