সকল মেনু

হুকুমের আসামি হবেন বিরোধী দলীয় নেত্রী : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৮ নভেম্বর :  বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে নাশকতা ও প্রাণহানির দায়ে নেত্রী খালেদা জিয়া হুকুমের আসামি হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শুরুর আগে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, ‘এর দায় বিরোধীদলীয় নেতাকেই নিতে হবে। এক সময় উনিও হুকুমের আসামি হিসেবে চিহ্নিত হবেন।’

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। দুপুর পৌনে ১২টায় বৈঠক শুরু হয়ে তা বেলা দুইটায় শেষ হয়। ওই সময়ে রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত হয় বলে জানা গেছে।

এরপর সন্ধ্যায় গণভবনে সংসদীয় বোর্ডের মুলতবি বৈঠক শুরু হয়ে তা গভীর রাত পর্যন্ত চলে।

শেখ হাসিনা বলেন, ‘হাইকোর্ট থেকে জামায়াতের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আছে। এখানে আমাদের কিছুই করার নেই। জামায়াত নির্বাচন করতে পারছে না বলে বিএনপিও নির্বাচনে আসছে না। এটা খুবই দুঃখজনক। বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনগণের স্বার্থ বিসর্জন দিচ্ছেন।’

বিরোধীদলীয় নেতাকে আবারও নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি তাঁকে সংবিধানের ৫৭(৩) ধারাটি পড়ে দেখতে বলব। উনি কি আবার ওয়ান-ইলেভেন আনতে চান? কার স্বার্থে? উনার কোনো লাভ হবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top