সকল মেনু

যে জোটের কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলা হবে সেই জোটেরই সংবাদ বয়কটের সিদ্ধান্ত

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  ভবিষ্যতে ১৮ বা ১৪  দলের কোনো কর্মসূচি পালনের সময় সাংবাদিকরা হামলার  শিকার হলে ওই জোটের সংবাদ বয়কট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের সাংবাদিক নেতারা। বুধবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত জরুরি সভায় এ হুঁশিয়ারী দেয়া হয়। সাম্প্রতিক সময়ে সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন অবিলম্বে এর সাথে সম্পৃক্তদের গ্রেফতার করা হোক। না হয় চাঁদপুরের সাংবাদিক মহলের পক্ষ থেকেই কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নানসহ স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতারা। এসময় চাঁদপুরে কর্তব্যরত ইলেকট্রনিক্স, প্রিন্ট, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির দায়িত্ব পালনকালে সময় টিভি’র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমদ ও এস এ টিভি’র চাঁদপুর প্রতিনিধি জিএম শাহীন এর উপর ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়া অবরোধের প্রথম দিনে স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন ও দৈনিক মেঘনা বার্তা’র স্টাফ রিপোর্টার ইলিয়াছ খান নিজেলের উপরও অর্তকিত হামলা চালানো হয়। এমন কী তাদের ব্যবহৃত মোটারসাইকেলগুলোও ভাংচুর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top