সকল মেনু

অবরোধ বাড়ল আরো ১২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৭ নভেম্বর:  ৪৮ ঘণ্টার অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করেছে ১৮ দল। নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতনের অভিযোগ এনে অবরোধে কর্মসূচি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। এ ছাড়াও ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে নিহত দলীয় নেতা-কর্মী-সমর্থকদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জোহর সারা দেশে গায়েবানা জানাজা আদায় করবে ১৮ দল। বুধবার বিকেলে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বর্ধিত কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সরকার জনগনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এর আগে সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে নির্বাচনী তফসিল প্রত্যাখান করে মঙ্গলবার ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ নৌ পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top