সকল মেনু

দুই দিনের রিমান্ডে হান্নান শাহ

আদালত প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির স্থায়ী  কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহ’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মুখ্য মহানগনর হাকিম আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবী এমদাদুল হক লাল রিমান্ড আবেদনের বিরোধীতা করে হান্নান শাহ জামিনের আবেদন করেন। পরে হান্নান শাহ নিজে আদালতে কথা বলেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি হান্নার শাহ’র বিরুদ্ধে গত ২৬ অক্টোবর প্রগতি  স্মরণী রোডে গ্রুপ-৪ কোম্পানির সামনের রাস্তায় ‘বেআইনি’ জনতাকে সঙ্গে নিয়ে বন্ধু পরিবহনের একটি গাড়িতে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বর্তমান সরকারবিরোধী আন্দোলনের নামে নাশকতা, গাড়িকে আগুন দিয়ে মানুষ খুন, সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি সাধন, রাস্তা অবরোধ এবং বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহারের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির কাজে নেতৃত্ব দেওয়ার অভিযোগও আনা হয়েছে। রাষ্ট্র পক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, আসামি হান্নান শাহ’র উস্কানি ও পরিকল্পনায় গাড়িতে আগুন দেয় এজহার নামীয় আসামিরা। আসামিকে রিমান্ডে নেয়া হলে, আগুন দেয়ার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে পাওয়া সম্ভব হবে। গত ২৬ অক্টোবর রাজধানীর ভাটারা থানার প্রগতি স্বরণী রোডে গ্রুপ কোম্পানির সামনে ১৮ দলের সমর্থকরা বন্ধু পরিবহনের একটি গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় ভাটারা থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়। মামলার এজহারেআসামি হান্নান শাহ’র নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে এ মামলায়গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top