সকল মেনু

কুড়িগ্রাম সদরে এলাকাবাসীর সাথে অবরোধকারীদের সংঘর্ষ

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন কুড়িগ্রামে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হয়। সকালে জেলা বিএনপি শহরের পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা খানিক সড়ক অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব প্রমূখ। অবরোধে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। আংশিকভাবে দোকানপাট বন্ধ থাকলেও অফিস আদালত, স্কুল-কলেজ খোলা ছিল। শহরে বিচ্ছিন্নভাবে অটো, রিক্সা, মোটর সাইকেল চলাচল অন্যান্য দিনের চেয়ে কম ছিল। অবরোধকে কেন্দ্র করে জেলার চিলমারী উপজেলার বালাবাড়ি বাজারে যুবদলের অফিস ভাংচুর করেছে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। সকালে অবরোধের সমর্থনে ১৮ দলের কর্মীরা চিলমারী-কুড়িগ্রাম সড়কের বালাবাড়ি থেকে চুনিয়ারপাড় সেতু পর্যন্ত কলাগাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। পরে তারা স্থানীয় যুবদলের অফিস ভাংচুর করে। এছাড়াও জামায়াত-শিবির কর্মীরা কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়কের পাটেশ্বরীতে অবরোধকালীন সময়ে এক সাইকেল আরোহীকে মারপীটের ঘটনায় স্থানীয় এলাকাবাসী লাঠিসোঠা নিয়ে অবরোধকারীদের তাড়িয়ে দেয়। অপরদিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের যতিনেরহাট নামক স্থানে সড়ক অবরোধ করার সময় তারা একটি মোটর সাইকেল, একটি রিক্সা ও ৪টি বাইসাইকেল ভাংচুর করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top