সকল মেনু

যশোরের পাচঁটি পয়েন্টে অবস্থান নিয়ে ১৮ দলের রাজপথ ও রেলপথ অবরোধের চেষ্টা

রিপন হোসেন, যশোর থেকে: রেল লাইর ও সড়কে আগুন, গাড়ী ভাংচুর আর বিক্ষোভ মিছিলের মধ্যে  দিয়ে যশোরে পালন হল ১৮ দলের ৪৮ ঘন্টা ডাকা অবরোধের প্রথম দিনে। এছাড়াও যশোরের পাচঁটি পয়েন্টে অবস্থান নিয়ে রাজপথ ও রেলপথে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৬টা থেকেই এসব স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করতে দেখা যায় অবরোধকারীদের। সকালে জেলার সদর উপজেলার রূপদিয়া এলাকায় রেল লাইনের উপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা সিঙ্গিয়া স্টেশন অবরোধ করে রাখে। যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রূপদিয়া বাজারের পাশে একটা ক্রসিং পয়েন্টের কাছে রেললাইনে আগুন দেয়া হয়েছে। একই সঙ্গে ওই জায়গায় অবরোধের কারণে সেখানে চিত্রা এক্সপ্রেস আটকা পড়ে। এছাড়া রূপদিয়া বাজার এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পিকেটাররা। এসময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শহরতলীর চাচঁড়া চেক পোষ্টে সকাল থেকে অবস্থান নিয়ে বেনাপোল-যশোর-খুলনা ও সাতক্ষীরা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ১৮ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মী। এসময় বেশ কয়েটি  মটরসাইেকে, নচিমন, ইজিবাইক ভাংচুর করে অবরোধকারীরা। এছাড়া যশোর-মাগুরা মহসড়কের লেবুতলা ও যশোর-ঝিনাইদহ মহসড়কের চুড়ামনকাটি এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ করে রাখে নেতাকর্মীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top