সকল মেনু

বাগেরহাটে ১৮ দলীয় জোটের মহাসড়ক অবরোধ, ৪টি গাড়ী ভংচুর

বাগেরহাট প্রতিনিধি: তফশীল ঘোষনার পর বাগেরহাটে ১৮ দলীয় জোটের উদ্যোগে মঙ্গলবার ভোর থেকে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার এলাকায় ঘন্ট্যব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচী পালন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে মাজার এলাকায় জড়ো হয়। এদিকে অবরোধকারীরা শহরের ভিআইপি মোড় এলাকায় একটি টেম্পু, খুলনা-মংলা মহাসড়কের রামপালের ফয়লা এলাকায় ২টি মাহেন্দ্র গাড়ী ও ফকিরহাটে একটি কাভার্ড ভ্যান ভাংচুর করে বলে খবর পাওয়া গেছে । তবে এদিন সকাল থেকে কোন পরিবহন, মিনিবাস চলাচল করতে দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে রিকশা, ইজিবাইক চলাচল করতে দেখা যায়। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো: হায়াতুল ইসলাম জানান, অবরোধকারীরা মাজার এলাকায় অবরোধের চেষ্টা করা হলে তা ছত্রভঙ্গ করে দেয়া হয়। এছাড়া জেলার অণ্য কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার আশঙ্কায় শহরসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top