সকল মেনু

চাঁদপুরের কচুয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, ওসি ও ৫ পুলিশসহ আহত ১৫,আটক ১

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া বাজার এলাকায় পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ও ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম কনষ্টেবল মেহেদী হাসান এর অবস্থা গুরুতর। তাৎক্ষণিক ভাবে বাকীদের নাম পরিচয় জানা যায় নি। আহতরা প্রথমিক ভাবে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কচুয়া-ঢাকা সড়কের ঘাগড়া বাজার এলাকায় জামায়াত শিবির কর্মীরা গাছে গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। যদিও কয়েকবার পুলিশ গিয়ে গাছের গুড়ি সরিয়ে অবরোধ তুলে দেয়।  পরে অবশ্য বিকেল সাড়ে ৩টার দিকে জামায়াত শিবির কর্মীরা ও্ই একই এলাকায় গাছে গুড়ি ফেলে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা ইটপাটকেল ছোড়া শুরু করে। তার পরেই বাঁধে সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড সর্টগানের  গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ মো.  মাসুদ হোসেন নামের এক শিবির কর্মীকে আটক করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top