সকল মেনু

বগুড়ায় সদর উপজেলা নির্বাচন অফিসে ককটেল হামলা: অগ্নিসংযোগ

বগুড়া অফিস,২৬ নভেম্বর,২০১৩:  ১৮ দলের আহ্বানে অবরোধ চলাকালে বগুড়ায় আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টায় আবরোধকারীরা বগুড়া সদর উপজেলা চত্বরে উপজেলা নির্বাচন অফিসে ব্যাপক ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে নির্বাচন অফিসের আসবাব পত্র সহ নির্বাচনী কাগজপত্র সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বেলা আনুমানিক সোয়া ১২ টায় ১০/১৫ জনের একদল যুবক মুখোশ পরে উপজেলা চত্বরে প্রবেশ করে। তারা প্রথমে উপজেলা নির্বাচন অফিসের নির্বাচনী ট্রেনিং রুমে প্রবেশ করে ব্যাৃপক ভাংচুর করে এবং ৪টি ল্যাবটপ নেয়। পরে তারা নির্বাচনী অফিসে প্রবেশ করে অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে । তারা অগ্নিসংযোগ করে চলে যাওয়ার সময় ৫/৭ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পরই  অফিসের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।  পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে।    অপরদিকে দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীরা ৬/৭টি ককটেল নিক্ষেপ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top