সকল মেনু

কোটালীপাড়ায় দরিদ্র মহিলাদের মাঝে সেলই মেশিন বিতরন

 গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিআরডিবি’র আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্পের সুফল ভোগীদের সেলাই ও এমব্রয়ডারীর উপর মাসব্যাপি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। আজ শনিবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি(বাপার্ড)এর হল রুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৪০ জন দরিদ্র মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়। বাপার্ডের উপ-পরিচালক মাহামুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি’র পরিচালক‘পরিকল্পনা’কাজী আলী হোসেন। অনুষ্ঠানে বাপার্ডের সহকারী পরিচালক তোজ্জাম্মেল হক,আব্দুল গনি মিনা,বিআরডিবি’র পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম,প্রশিক্ষনার্থী নাসরীন জামান কেয়া ও দিপালী বিশ্বাস বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top