সকল মেনু

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ; ৭৮৫টি আসনে ৭৬২৫ প্রার্থী

 এম এইচ হোসেন, খুলনা থেকে:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)  ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষা আজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।  সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে বেলা দেড়টা
পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদের ১০টি বিভাগে ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছে ৭৬২৫ জন। ভর্তি পরীক্ষা কুয়েটসহ ক্যাম্পাসস্থ কুয়েট হাই স্কুল, নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (পুরুষ),
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (মহিলা) এ অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তওইকৌশল ও যন্ত্রকৌশল অনুষদ সমূহের অধিনে পুরকৌশল বিভাগে ১২০ জন, তওই কৌশল বিভাগে১২০ জন, যন্ত্রকৌশল বিভাগে ১২০ জন, সিএসই বিভাগে ৬০ জন, ইসিই বিভাগে৬০ জন, আইইএম বিভাগে ৬০ জন, ইউআরপি বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিংবিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, এ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ৬০ জন এবং সংরক্ষিত ৫টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। আসন বিন্যাস ও পরীক্ষা-সংক্রান্তÍ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িধফসরংংরড়হ.শঁবঃ.ধপ.নফ) পাওয়া যাবে।কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, প্রতিদ্বন্দিতাপূর্ণপরীক্ষার মাধ্যমে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা কুয়েটে ভর্তির জন্য নির্বাচিত হবে।  ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top