সকল মেনু

দিগন্ত বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে সম্পাদককে হুমকি; থানায় জিডি

সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  ঝিনাইদহ থেকে প্রকাশিত দিগন্ত বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে উপজেলার  জিটি ডিগ্রী কলেজের প্রভাষকএবং কালীগঞ্জ উপজেলার সমশের নগর গ্রামের জাতির  জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মোবাইল ফোনে পত্রিকারসম্পাদক আলহাজ্ব মোঃ শাহজামানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়েছেন। অভিযোগে জানা যায়, শিক্ষক শফিকুল ইসলাম একই সাথে কোটচাঁদপুর  উপজেলার জিটি কলেজের প্রভাষক (ইংরেজি) হিসেবে নিয়োগপ্রাপ্ত এবং কালীগঞ্জ উপজেলার শমসের নগর গ্রামের জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত রয়েছেন। একই সাথে দুই কলেজে নিয়োগপ্রাপ্ত হলেও দুই প্রতিষ্ঠানে দায়িত্বপালন দূরূহ ব্যাপার এবং ব্যর্থতার কারণে উভয় প্রতিষ্ঠানেই হঃজঃবঃরঃল অবস্থা। এমনকি জিটি কলেজে গত বছর এইচএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ে ফলাফল বিপর্যয় ঘটে। এতে ত্রছাত্রী এবং অভিভাবকরা ক্ষুব্ধ অসন্তোষ্ট। জাতির জনক কলেজেরও বেহাল অবস্থা। এসব বিষয় নিয়ে দিগন্ত বাণীতে সংবাদ প্রকাশিত হলে উক্ত শিক্ষক ক্ষুব্ধ হয়ে গত ২১ নভেম্বর রাতে মোবাইল ফোনে (০১৭১৮৬২৪০৯৯ নম্বর) সম্পাদককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। এ ব্যাপারে স্থানীয় থানায়  জিডি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top