সকল মেনু

ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যকর : ডিএসই’র নির্বাচন আগামী ৯০ দিনে

 অর্থনৈতিক প্রতিবেক, ঢাকা, ২১ নভেম্বর:  বহুল আলোচিত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিমিউচ্যুয়ালাইজড হয়ে গেল। এর ফলে এ স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা থাকবে। বৃহস্পিতবার রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি)  ডিএসইর সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি অনুমোদন করে প্রত্যায়িত কপি ইস্যু করেছে। ডিএসইর একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে আগামি ৯০ দিনের মধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়সীমা আজ থেকে কার্যকর হবে। নির্বাচন অনুষ্ঠানের পর নতুন পরিচালকরা দায়িত্ব বুঝে না নেওয়া পর্যন্ত বর্তমান পর্ষদ অন্তর্র্বতী পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করবে। এর আগে গত ২ নভেম্বর ডিএসইর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সংঘ স্মারক ও সংঘবিধিতে ওই পরিবর্তন আনা হয়েছিল। গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর ডিএসই পরিবির্তিত সংঘস্মারক ও সংঘবিধির কপি আরজেসিতে জমা দেয় অনুমোদনের জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top