সকল মেনু

অন্ধ্র প্রদেশে হেলেনের আঘাতে নিহত ৭

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২২ নভেম্বর:  ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন।শুক্রবার বেলা দুইটার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে ৭ জনের প্রাণহানি ঘটে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, হেলেন ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে অন্ধ্র প্রদেশের মাচিল্লিপত্তম অতিক্রম করে। এসময় ব্যাপক ভূমি ধসের ঘটনাও ঘটে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসলী জমি, অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালার। হেলেনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এসব উপকূলীয় এলাকাগুলোয়। আগামী ৪৮ ঘণ্টা চলতে পারে ভারী বৃষ্টিপাত। রাজধানী হায়দারাবাদ থেকে ৬০০ কিলোমিটার দূরে কৃষ্ণা জেলার মাচিলিপত্তম এলাকায় ভূমি ধসে প্রাণহানির ঘটনা ঘটে বেশি। এছাড়া রাজ্যের পশ্চিম গোদাবাড়ি জেলায়ও ঘটে প্রাণহানির মতো ঘটনা। উপকূলীয় অঞ্চলের জেলাটিতে আরও অন্তত ২০ জন জেলে ও একাধিক মাছ ধরা নৌকা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগে থেকেই উপকূলবর্তী নিচু জেলাগুলোতে জলোচ্ছ্বাস সতর্কতা জারি করে। ঘূর্ণিঝড়ের সতর্কতা পাওয়ার পর উপকূলের ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top