সকল মেনু

নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত সর্বদলীয় সরকার দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত সর্বদলীয় সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর। তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের কচুয়ার আকানিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহয়তা প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়মাফিক। সে সময় নির্বাচন অনুষ্ঠিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এবং সে দায়িত্ব পালনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র সংবিধান অনুযায়ী সম্প্রসারিত করা ও সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে বিএনপি কেন যে কোনো দল যে কোনো সময়
আমাদের সাথে আলোচনায় আসতে পারে। আর এ কথা মনে রাখতে হবে আলোচনা হবে সংবিধান অনুযায়ী। কারো উপর অন্যায় ভাবে সংখ্যালঘুস্টিক মতবাদ চাপিয়ে কেবল তাদের
মতবাদ গ্রহণ করার জন্যে পুর্বশর্ত দিয়ে আলোচনা হবে না।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন সোহগ প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top