সকল মেনু

রংপুরের পীরগাছায় জেএসসি পরীক্ষায় এক শিক্ষকসহতিন ভূয়া পরীক্ষার্থী আটক, ৩৫ হাজার টাকা জরিমানা

রংপুর অফিস: রংপুরের পীরগাছায় জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষায় (জেএসসি) তিন ভূয়া পরীক্ষার্থী ও এক শিক্ষককে আটক করে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার বিকালে ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাখে খারাপ ব্যবহার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুর রউফ জানান, উপজেলার পবিত্র ঝাড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি জেএসসি পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী হিসাবে ৯ম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান, এইচএসসি অধ্যায়নরত মেহেদী হাসান ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মমিনুল ইসলাম নামের তিন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস পরীক্ষা কেন্দ্রে গিয়ে ওই তিন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে। পরে আটক তিন ভূয়া পরীক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় ভূয়া পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে পবিত্র ঝাড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম মিঠুকেও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করেন।  এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে খারাপ ব্যবহার করেন । সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে আজ শুক্রবার পীরগাছার সাংবাদিকরা মানববন্ধর ও সমাবেশ করবে বলে জানিয়েছেন সাংবাদিক তাজরুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top