সকল মেনু

দর্শনা সীমান্তে দুটি মোটরসাইকেল ও ২২১ বোতল ফেনসিডিলসহ উদ্ধার

 চুয়াডাঙ্গা প্রতিনিধি, ২০-১১-১৩:  চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনার আকন্দবাড়ীয়া ও হালদারপাড়া সীমান্ত থেকে বিজিবি অভিযান চালিয়ে ২২১ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেল আটক করেছে। আটককৃত ফেনসিডিল ও মোটরসাইকেলের মূল্য  সাড়ে ৩ লাখ টাকা। বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের নিমতলা বিজিবি ক্যাম্পের   হাবিলদার ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার হালদারপাড়া সীমান্তের ৭৪ নং মেইন পিলারের নিকট একটি কলাবাগানে ওৎপেতে থাকে। এসময় ভারত থেকে ৫/৭ জন চোরাচালানী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারিরা ৪ টি চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  এছাড়া, বুধবার সন্ধ্যা ৬ টায় দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও গোয়েন্দা সংস্থার হাবিলদার সিরাজুল ইসলাম সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে মোটরসাইকেযোগে টহল দেওয়ার সময় ২টি মোটরসাইকেল দেখে গতিরোধ করলে মোটরসাইকেল চালকরা তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেল তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top