সকল মেনু

বৈরুতে বোমা হামলায় সাত বাংলাদেশি আহত

 হটনিউজ প্রতিবেদক,২০নভেম্বর: লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের কাছে বোমা হামলার ঘটনায় সাত বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এই গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ২২ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা।  বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ জানিয়েছে, বৈরুতের বাংলাদেশ দূতাবাস সাতজনের আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। এর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক। তাদের চিকিত্সা দেয়া হচ্ছে এবং দূতাবাসের কর্মকর্তারা আহত ব্যক্তিদের সুচিকিত্সার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ সরকার এ ষয়ে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।রয়টার্স জানিয়েছে, ‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেড’ নামে পরিচিত লেবাননভিত্তিক ল-কায়েদাপন্থী একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যেই পাশের দেশ লেবাননে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ রুতে ইরানের ওই দূতাবাস হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৪ হাজার ৫৫৫ জন বাংলাদেশি কাজ নিয়ে লেববানে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top