সকল মেনু

গ্রামীণ জনগোষ্ঠীর ‘দারিদ্র বিমোচনে’ স্থানীয় সরকার মতবিনিময় সভা অনুষ্ঠিত

 এসএস মিঠু , জয়পুরহাট থেকে : জনপ্রতিনিধিরা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে  স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করলে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র  বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প শতভাগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বুধবার দুপুরে সাংবাদিকদের অংশগ্রহনে জেলার জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত ‘দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প ও ইউনিয়ন পরিষদ’  শীর্ষক স্থানীয় সরকার বিষয়ক মতবিনিময় সভায় এ শাবাদ ব্যক্ত করেন বক্তারা ।বেসরকারি গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘ম্যাস লাইন মিডিয়িা সেন্টার (এমএমসি)’ ও ‘এসডিসি’র হযোগিতায় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ)  জয়পুরহাট শাখার উদ্দ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন এমএমসি’র রাজশাহী বিভাগীয় আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম নয়ন।জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি শাহজাহান সিরাজ মিঠু’রসভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক মাজেদ রহমান,সিনিয়র সাংবাদিক মোস্তাকিম ফাররোখ,মোমেন মুনি,এরশাদুল বারী তুষার ও বম্বু ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যরা । মতবিনিময় সভারশুরুতে মূল বিষয়ের ওপর লিখিত কী-নোট পেপার পাঠ করেন এলজিজেএফ’র সহ-সভাপতি  আবদুল আলীম মন্ডল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top