সকল মেনু

রংপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা; একটির এক লাখ টাকা জরিমানা

রংপুর অফিস:  রংপুরে লাইসেন্স বিহিন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে তিনটি ডাঢাগনস্টিক সেন্টার সিলগালা ও একটির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভ্রাম্যমান আদালত নগরীর ধাপ এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। আদালত সুত্রে জানা গেছে, ধাপ এলাকার কনকা ডায়াগনস্টিক সেন্টারের মালিক দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেন্টারের মালিক মোকছেদুল ইসলাম শান্তর এক লাখ টাকা জরিমানা করেন এবং তার ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। একই অভিযোগে নিউ মেডিলাইন ও ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন। ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় সিয়ার ও বিসমিল্ল াহ ডায়াগনস্টিক সেন্টার মালিক। র‌্যাব ও পুলিশ সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top