সকল মেনু

৬১ বছর পর ভোলায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

 ভোলা প্রতিনিধি :  ভাষা আন্দোলনের ৬১ বছর পর ভোলায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বুধবার ২০ নভেম্বর দুপুরে ভোলা সরকারী উচ্চা বিদ্যালয়ের মাঠে এ শহীদ মিনারের উদ্বোধন করেন বিদায়ী জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন-
বর্তমান জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ টেলিভিশনের
ভোলা প্রতিনিধি এম এ তাহের ও ফাতেমা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন বাবুল। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top