সকল মেনু

ভোলায় ১শ’ ৬৭ কেন্দ্রে ৩৮ হাজার ৭শ’ ৪০ পরীক্ষার্থী ॥ উৎকন্ঠায় শিক্ষার্থী- অভিভাবকরা

 এম. শরীফ হোসাইন, ভোলা:  আজ বুধবার থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ীর সমাপানী পরীক্ষা। ভোলায় ১শ’ ৬৭ কেন্দ্রে ৩৮ হাজার ৭শ’ ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহনের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। নতুন পরিবেশে নতুন কেন্দ্রে পরীক্ষা, দেশের বিরাজমান পরিস্থিতিসহ নানান রকম ভীত রয়েছে পরীক্ষার্থীরা। অভিভাবকরাও রয়েছে উৎকন্ঠায়।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সারা দেশের  ন্যায় ভোলাতেও আজ ২০ নভেম্বর সারা বাংলাদেশে এক যোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। ভোলায় ১শ’ ৬৭ টি কেন্দ্রে ৩৮ হাজার ৭শ’ ৪০ জন পরীক্ষাথী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা ৮৬টি এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধান পরীক্ষক রয়েছেন ২ হাজার ১৬ জন এবং পরীক্ষক হিসেবে রয়েছেন ১ হাজার ১শ’ ৮৩ জন। পরীক্ষায় ছাত্রীর সংখ্যা রয়েছে ছাত্রদের দেড়গুন। ৩৮ হাজার ৭শ’ ৪০ পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩শ’ ৪জন ছাত্র এবং ছাত্রী রয়েছেন ২২ হাজার ৪শ’ ৯জন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩১ হাজার ১শ’ ৭৩ জনের মধ্যে  কোন বৌদ্ধ খ্রিষ্টান না থাকলেও হিন্দু নৈতিক শিক্ষায় পরীক্ষা দিচ্ছে ১ হাজার ৮ জন। ১শ’ ৬৭টি কেন্দ্রের মধ্যে ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৯ হাজার ৫শ’ ৩৭, দৌলতখানে ৩ হাজার ৮শ’ ২১, বোরহানউদ্দিনে ৫ হাজার ৬শ’ ৩, লালমোহনে ৫ হাজার ৮শ’ ৩৮, চরফ্যাশনে ১০ হাজার ৪শ’ ৮১, তজুমদ্দিনে ২ হাজার ১শ’ ৬৫ এবং মনপুরা উপজেলায় ১ হাজার ২শ’ ৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে সূত্রে জানা যায়। এদিকে বর্তমান দেশে যে, রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে তাতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রয়েছে আতঙ্ক ও উঠকণ্ঠা। কেননা তারা সন্দিহান পরীক্ষা শুরু হবে ঠিক, কিন্তু কবে নাগাদ শেষ হবে তা নিয়ে। এ ব্যাপারে প্রাথমিক সমাপনী এক পরীক্ষার্থীর অভিভাবক বাবুল মিয়া বলেন, তার সন্তানের মত অন্যসব শিশু শিক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য উভয় দলের সমঝোতা ও সহমর্মিতার প্রয়োজন মনে করছেন। কারণ তা না হলে শিক্ষার্থীরাসঠিকভাবে পরীক্ষা দিতে পারবেনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top