সকল মেনু

চাঁদপুরে নয়টি প্রকল্পের উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ন’টায় চাঁদপুরের ৯  টি উন্নয়ন কাজের উদ্বোধন ও তিনটি নতুন প্রকল্পের
ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১ হাজার ৫শ’ ৫৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে উল্লেখিত ৯ টি প্রকল্পের উন্নয়ন কাজ শেষ হয়েছে। আর বাস্তবায়নাধীন বাকি তিনটি প্রকল্পের জন্য ৫০ কোটি ৯ লাখ টাকা ব্যায় বরাদ্দ করা হয়েছে। বুধবার সকাল ন’টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব কর্মসূচির উদ্বোধন করবেন। জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত মিলনায়তনে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। তবে বড় পর্দার মাধ্যমে কার্যালয়ের
নিচে আমন্ত্রিতদের জন্য ওই ভিডিও কনফারেন্স প্রদর্শন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এসময় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।যেসব প্রকল্পের উদ্বোধন করা হবে সেগুলো হচ্ছে: ১ হাজার ২শ’ কোটি টাকা ব্যায়ে চাঁদপুর ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ১শ’৩৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা ব্যায়ে সমাপ্ত ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর)’, ১শ’৭০
কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (চাঁদপুর)’, ১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যায়ে কুমিল্লা-লালমাই-লক্ষীপুর-
বেগমগঞ্জ সড়কের ৮১ তম কিলোমিটারে ফরিদগঞ্জ সেতু নির্মাণ প্রকল্প, ৮ কোটি ৭৮ রাখ টাকা ব্যায়ে কুমিল্লা-লালমাই-লক্ষীপুর-বেগমগঞ্জ সড়কের ৫৭তম কিলোমিটার এলাকায় নির্মিত ঝমঝমিয়া ব্রিজ, ৭ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা ব্যায়ে নির্মিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প, ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্মিত বহুতল ভবন নির্মাণ, ৫১ লাখ ৩৭ হাজার টাকা ব্যায়ে মহান মুক্তিযুদ্ধে অগণন শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ৫ কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ। এছাড়া ৩০ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ প্রস্তাবাধীন ইনষ্টিটিউট অব মেরিন টেকনলজি, ১০ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে চাঁদপুর কোষ্ট গার্ড ষ্টেশন নির্মাণ, ৯ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে চাঁদপুর পৌরসভার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করবেন। বর্তমান সরকারের আমলে জেলায় ২ হাজার ৫শ’কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সরকারের
বিভিন্ন বিভাগ এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে।প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৬০০ লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতিও শেষ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জানান, ঠিক সকাল ৯’টায় ভিডিও করফারেন্স শুরু হবে। প্রধানমন্ত্রী বেলা ১২টায় মাইক্রোফোন হাতে নেবেন।এরপর উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রীবক্তব্য রাখবেন। তিনি জানান সর্বোচ্চ ২০ মিনিটের ভেতর এই ভিডিও কনফারেন্স শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top