সকল মেনু

বাগেরহাটে বাস চালককে মারপিট, প্রতিবাদে ঘন্টাব্যাপি যানচলাচল বন্ধ

 বাগেরহাট প্রতিনিধি:  দুপুরে রুপসা – বাগেরহাট সড়কের ফকিরহাট কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনাকে  কেন্দ্র করে দুই বাস চালককে মারপিট করার প্রতিবাদে শ্রমিকরা ঘন্টাব্যাপি বাগেরহাট- খুলনা রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় বরিশাল ও খুলনা বিভাগের যাত্রীবাহি গাড়ী ও পরিবহনের যাত্রীরা চরম র্দূভোগে পড়ে। এ ঘটনার পর শ্রমিকরা একটি মাহেন্দ্র ভাংচুর করে। জানা গেছে মঙ্গলবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাটের কাটাখালি মোড় এলাকায় মাহেন্দ্র গাড়ীর চালকরা খুলনা থেকে ছেড়ে আসা দুই বাস চালক অসীম ও কবির মীর এবং দুই হেলপার পারভেজ ও বাদশা হাওলাদারকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে বাস শ্রমিকরা বাগেরহাট-খুলনা ও রুপসা রুটের সকল বাস বন্ধ করে বিক্ষোভ করে। বাগেরহাট-খুলনা আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব এ বাকীতালুকদার জানান, সকালে কাটাখালী মোড় এলাকায় বাগেরহাট মালিক সমিতির দুইবাস চালক ও তাদের হেলপারদের মারপিটের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ প্রশাসনের কর্মকর্তা হামলাকারীদের বিচার ও মাহেন্দ্র গাড়ী বন্ধের আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় বাস চলাচল শুরু করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top