সকল মেনু

চাঁদপুরে ভরণপোষণ না পেয়ে পুত্রের বিরুদ্ধে পিতার মামলা

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:চাঁদপুরে ভরণ পোষণ  না দেয়ায় ছেলে ইয়াছিন রানার (৩০) বিরুদ্ধে পিতা মো.  লিয়াকত আলী (৬০) মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে  জুডিসিয়াল ম্য্ািজস্ট্রেট মো. শওকত হোসাইনের  আদালতে এ মামলা করা হয়। মলাটি আমলে নিয়ে আদালত  অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন রানাকে শোকজ করেছে। মামলার এজাহারে জানা যায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে মো. লেয়াকত আলীর ছেলে ইয়াসিন রানা দীর্ঘ দিন দুবাই এ চাকুরি করে আসছে।  তিনি গত ৩ বছর যাবৎ বাবা মায়ের ভরন পোষণ না দিয়ে তার উপর্জিত সকল অর্থ তার শশুর বাড়িতে পাঠান। ভরণ পোষণের  টাকা না পেয়ে ছেলে ইয়াছিন রানা, ছেলের বউ রাশিদা  আক্তার রিতা(২৮), শশুর শেখ মো. আদল বাবুল (৫০), শাশুড়ি লুৎফা বেগম (৪৫) ও শ্যালক মো. সোহেল (৩০) এর বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেন লিয়াকত আলী। বিচারক মামলার ৪ বিবাদীকে অব্যহতি দিয়ে ছেলে ইয়াছিন রানার বিরুদ্ধে এ বিষয়ে কারণ দর্শাণোর নোটিশ প্রদানের র্নিদেশ দিয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবী এড. জহিরুল ইসলাম জানান, লিয়াকত শারীরিক অক্ষমতার দরুণ কাজ কর্ম  করতে পারেন না। তাই সদ্য পাশ হওয়া পিতামাতার ভরন-পোষণ আইনে এই মামলা দায়ের করেন তিনি।চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর।- চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. বশির উদ্দিন (২০) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top