সকল মেনু

‘লেবেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য রাষ্ট্রপতিকে সিইসির আহ্বান

 হটনিউজ প্রতিবেদক,ঢাকা: লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যম সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ অব্যাহত রাখতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এ অনুরোধের কথা জানান। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি- অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। সকল দলের অংশগ্রহণে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চায়।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন বলেন, যথা সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top