সকল মেনু

আশুলিয়া-গাজীপুর আবার উত্তপ্ত ; শ্রমিক-পুলিশ সংঘর্ষ

 গাজীপুর প্রতিনিধি,১৯নভেম্বর:   সাভারের আশুলিয়া ও গাজীপুরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে এসব জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে অধিকাংশ কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি জানিয়েছেন, মজুরি বাড়ানোর দাবিতে সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকেরা একটি কারখানায় ইটপাটকেল ছোড়ে। এরপর জিরাবো, জামগড়া, বেরনসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জামগড়া, জিরাবো ও শিমুলতলী এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্প এলাকাগুলো। সকালে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করাসহ শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে কোনাবাড়িতে শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তারা ভাংচুর শুরু করলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ভাংচুরের চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top