সকল মেনু

বর্তমানে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা ৫৯ জন

 হটনিউজ প্রতিবেদক,১৯নভেম্বর,ঢাকা:  নির্বাচনকালীন সরকার পরিচালনার জন্য সোমবার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এদিন বিকেলে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচনকালীন সরকারের ৬ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীর শপথ পড়ান। এর মধ্য দিয়ে বর্তমান সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ৫৯ জন।
প্রধানমন্ত্রীসহ বর্তমানে মন্ত্রী আছেন ৩৮ জন।

আগের মন্ত্রীরা হলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল মাল আবদুল মুহিত, বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, ব্যারিস্টার শফিক আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, রাজিউদ্দিন আহমেদ রাজু, অ্যাডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. মহীউদ্দীন খান আলমগীর, মো. রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, এনামুল হক মোস্তফা শহীদ, দিলীপ বড়ুয়া, ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, গোলাম মোহাম্মদ কাদের, হাসানুল হক ইনু, মুহাম্মদ ফারুক খান, ড. মো. আবদুর রাজ্জাক, ডা. মো. আফসারুল আমিন, ডা. আ. ফ. ম. রুহুল হক, ডা. দীপু মনি, নুরুল ইসলাম নাহিদ, আবদুল লতিফ বিশ্বাস, শাজাহান খান, ড. হাছান মাহমুদ, আবুল হাসান মাহমুদ আলী, মোস্তফা ফারুক মোহাম্মদ,  মো. মুজিবুল হকসহ আগের মন্ত্রীর সংখ্যা ৩২ জন।

গতকাল ৬ জন  নতুন মন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। তাই বর্তমান মন্ত্রিসভার  সদস্য সংখ্যা দাঁড়ালো ৩৮ জন। শপথ নেয়া নতুন মন্ত্রীরা হলেন-

আমির হোসেন আমু (আওয়ামী লীগ), তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ), রাশেদ খান মেনন (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), রওশন এরশাদ( জাতীয় পার্টি), আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি), রুহুল আমিন হাওলাদার (জাতীয় পার্টি)।

প্রতিমন্ত্রী ২১ জন।

আগের প্রতিমন্ত্রীরা হলেন: অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, স্থপতি ইয়াফেস ওসমান, বেগম মন্নুজান সুফিয়ান, দীপংকর তালুকদার, আহাদ আলী সরকার, অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মো. মোতাহার হোসেন, মোহাম্মদ এনামুল হক,  মজিবুর রহমান ফকির, প্রমোদ মানকিন, মো. মাহবুবুর রহমান, ওমর ফারুক চৌধুরী, মো. আবদুল হাই, বেগম মেহের আফরোজসহ ১৯ জন।

এছাড়া সোমবার রাষ্ট্রপতির কাছ থেকে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে  যোগ দেন দুইজন। তারা হলেন- মজিবুল হক চুন্নু (জাতীয় পার্টি) ও সালমা ইসলাম (জাতীয় পার্টি)।

উপদেষ্টা আটজন।

আগের উপদেষ্টারা হলেন: এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ড. আলাউদ্দিন আহমেদ, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বীরবিক্রম), ড. গওহর রিজভী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক সহ উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো সাত জন। এছাড়া সোমবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি করায়  বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে আট জনে।

উল্লেখ্য, এর আগে মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫১ জন। এদের মধ্যে মন্ত্রী ৩২ জন, প্রতিমন্ত্রী ১৯ জন, আর উপদেষ্টা ছিলেন সাতজন। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে পুরাতন মন্ত্রীরা বক্তব্য দেয়ায় ধরে নেয়া হচ্ছে, তারা সকলেই এখনো মন্ত্রী রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top