সকল মেনু

শচীন টেন্ডুলকার পাঠ্যপুস্তকে

 স্পোর্টস ডেস্ক, ঢাকা, ১৮ নভেম্বর: ভারতের মহারাষ্ট্র প্রাদেশিক শিক্ষা বোর্ড পাঠ্য বইয়ে ‘শচীন টেন্ডুলকার’ শীর্ষক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটিং ঈশ্বর খ্যাত এই ক্রিকেটার ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এক দিন পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী রাজেন্দ্র দারদা রোববার বলেন, ‘শচিন একজন আইকন। ভারতের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণে সহায়তা করেছেন তিনি। তার সম্পর্কে ভবিষ্যত প্রজন্মের জানা দরকার আছে।’ তিনি আরো বলেন, ‘আমরা একটি সভা করে তার বিষয়ে খুব শিগগিরই পাঠ্য বইয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’মন্ত্রী জানান, কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং অতিরিক্ত একটি বিশেষ অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে। তবে কোন শ্রেনী এবং কোন বিষয়ে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top