সকল মেনু

চাঁদপুরের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  চাঁদপুরের শাহরাস্তি উপজেলার  আয়নাতলী ও ফেরুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি প্রস্তাবিত
ইটভাটা থেকে বাঁচতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  করেছে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আয়নাতলী,সাংঘাই
ও ফেরুয়া গ্রামের কয়েকশ শিক্ষার্থী ও গ্রামবাসী এই বিক্ষোভ  কর্মসূচী পালন করে। আয়নাতলী গ্রামের বাসিন্দা প্রকৌশলী নুরুল
ইসলাম চৌধুরী জানান,একই এলাকার মিন্টু মিয়া নামে এক ব্যক্তি  কৃষি জমি ও বসতভিটা এলাকায় একটি ব্রিক ফিল্ড করার প্রস্তুতি
নেয়। যার সরকারি কোন ছাড়পত্র বা অনুমোদ নেই। এ ঘটনা জানতে  পেরে এলাকার লোকজন এটি বন্ধে আপত্তি দেন স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোয়াজ্জম  হোসেইন জানান,বিষয়টি জেনে একটি টিম নিয়ে ঘটনাস্থল  পরিদর্শন করি। ইউএনও জানান,প্রস্তাবিত স্থানে ব্রিক ফিল্ড করা ঠিক  হবে না। কারণ সেখানকার ৭০ ভাগ মানুষ চায়না ওই স্থানে ব্রিক ফিল্ড নির্মান করা হউক। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসনকেও চিঠি দিয়ে  আপত্তি জানাবেন। এ ব্যাপারে মিন্টু মিয়ার সাথে যোগাযোগ করার  চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top