সকল মেনু

অন্তবর্তীকালিন সরকারে জাতীয় পার্টির ৬ মন্ত্রী- স্থান পাওয়ায় রংপুরে আনন্দ মিষ্টি বিতরণ

 ইকবাল হোসেন, রংপুর: সর্বদলীয় অন্তবর্তীকালিন সরকারে জাতীয় পার্টির ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী  স্থান পাওয়ায় রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মী এবং এরশাদ ভক্তদের মাঝে  আনন্দের বন্যা বইছে। জাপার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণের পর পরই  রংপুরে জাপানেতাকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরেন এবং মিষ্টি বিতরণ
করেন। তারা মনে করেন এতে করে জাপা ভক্ত ও সাধারন মানুষের মধ্যে আগের  সেই উৎফুল্লতা ফিরে এসেছে। জাপার দুর্গ বলে পরিচিত রংপুরে হারানো
আসনগুলো ফিরে আসবে জাপার ঘরে। জাপানেতাকর্মী ও সাধারন মানুষের  সাথে কথা বলে এসব জানা গেছে।  গতকাল সোমবার ঢাকায় সর্বদলীয় অন্তবর্তীকালিন সরকারের  মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার পর রংপুর নগরীর বিভিন্ন এলাকায়  জাপানেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। তারা নেতাকর্মীদের জড়িয়ে আনন্দ  প্রকাশ করেন।  জাপা ভক্ত নগরীর তামপাট রঘু বাজার এলাকার রাজ্জাক মিয়া ও মোছলেম উদ্দিন   জানান, টিভিতে জাপা মন্ত্রীদের শপথ বাক্য দেখে ভালই লাগল। তারা মন্ত্রী  হওয়ায় এর প্রভাব সাধারন মানুষের মধ্যে পড়বে। মানুষ এটাকে ভাল চোখেই   দেখবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অনেক ভাল  করবে।  পীরগাছা উপজেলার নব্দিগঞ্জ এলাকার জাপাকর্মী ছোট ব্যবসায়ী ফারুখ   মিয়া ও শান্ত শর্মা বলেন, সরকার বুঝতে পেরেছে জাতীয় পার্টি ছাড়া  লাভ নেই। সরকার গঠণ করতে হলে জাপাকে অবশ্যই প্রয়োজন । দেরিতে হলেও  তারা এখন এটা বুঝতে পেরেছে। আর এ কারণে আমাদের দলের ৬ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করেছে। এরফল আমরা পাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে। এ নির্বাচনে আগের চেয়ে অনেক ভাল করবে জাতীয় পার্টি।  রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালাহ  উদ্দিন কাদেরী জানান, এটা আমাদের জন্য অবশ্যই ভাল। কারণ এতোদিন জাপা  থেকে মাত্র একজন মন্ত্রী ছিল। কিন্তু কম সময়ের জন্য হলেও সর্বদলীয় অন্ত বর্তীকালিন সরকারে আমাদের নেতাদের নেওয়া হয়েছে। অবশ্যই তারা ভাল  করবেন। আর এতে করে আমাদের দলের জন্যও ভাল হলো। আগামী জাতীয় সংসদ  নির্বাচনে রংপুরের হারানো তিনটি আসন আমাদের ঘরে ফিরে আসবে।  এছাড়া অন্যান্যস্থানেও জাপা আগের চেয়ে অনেক ভাল করবে। জাপার মন্ত্রী  প্রতিমন্ত্রী অন্তবর্তী সরকারে স্থান পাওয়ায় দলেরনেতাকর্মীদের মধ্যেও  প্রাণের সঞ্চার হয়েছে। তাদের মনোবল আরো বেড়ে গেছে। এজন্য সাবেক  রাষ্ট্রপতি, রংপুরের কৃতি সন্তান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্যারকে আমরা রংপুরবাসি অভিনন্দন জানাই।জানা গেছে, জতীয় পার্টি থেকে অন্তবর্তী সরকারের মন্ত্রী করা হয়েছে  রওশন এরশাদ, আমিনুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং প্রতিমন্ত্রী
করা হয়েছে মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলামকে।  এছাড়া পুরনো মন্ত্রী রয়েছেন জিএম কাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top