সকল মেনু

বাগেরহাটে আওয়ামীলীগের মনোনয়ন পত্র কিনলেন যারা

 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার ৪টি সংসদীয় আসনে  আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের নবীন-প্রবীন ১৯ মনোনয়ন প্রত্যাশী নেতা ও সমর্থরা। বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লারহাট  ও ফকিরহাট) থেকে বঙ্গবন্ধুর ভাতিজা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাচাতো  ভাই বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন দলীয় মনোনয়ন পত্র কিনেছেন এ আসনে তার কোন  প্রতিদন্ধি নেই। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসন থেকে বর্তমান এমপি আলহাজ্ব   এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ
শেখ কামরুজ্জামান টুকু, সুপ্রিম কোর্টের আইনজীবী আওয়ামী লীগ নেতা শেখ  আলী আহম্মেদ খোকন, প্রবাসি আওয়ামী লীগ সমর্থক শেখ শওকত শিমুল, প্রবাসি
আওয়ামী লীগ সমর্থক মাহবুবুর রহমান মিঠু মনোনয়ন পত্র কিনেছেন। বাগেরহাটে- ৩ (রামপাল-মংলা) আসন থেকে বর্তমান এমপি মিসেস হাবিবুন নাহার  লুকদার, তার  স্বামী খুলনা সিটি কর্পরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি  তালুকদার আব্দুল খালেক, মংলা উপজেলা  য়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, ব্যরিষ্টার শেখ  ওবায়দুর রহমান, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ মনোনয়ন পত্র কিনেছেন। বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরনখোলা) আসনে থেকে বর্তমান এমপি ও
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম আর জামিল হুসাইন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি ড. অধ্যাপক আঃ রহিম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.শাহ-ই আলম বাচ্চু, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ঘাতক- দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, আওয়ামী লীগ নেতা ও  বিশিষ্ট শিল্পপতি লায়ন সামছুল আলম, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী  লীগ নেতা এ্যাড. প্রবীর হালদার দলীয় প্রার্থী হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন   বলে জানাগেছে। আগামী ২৪ নভেম্বর দলীয় মনোনয়ন বোর্ড কর্তৃক স্বাক্ষাতকার   গ্রহন শেষে দলের মনোনিত প্রার্থী নির্বাচিত করা হবে বলে আওয়ামী লীগ সূত্রে  জানাগেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top