সকল মেনু

ষড়যন্ত্রের নীলনকশা চূড়ান্ত হচ্ছে-রুহুল কবীর রিজভী

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৮ নভেম্বর :  সর্বদলীয় সরকার গঠন করে সরকার ষড়যন্ত্রের নীলনকশা চূড়ান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘পুরো দেশকে সঙ্কটের  মধ্যে রেখে নিজেদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ক্ষমতাসীনরা। সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সরকার অবৈধ কর্মকা- করছে মন্তব্য করে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সরকারের বে-আইনী নির্দেশ পালন করে অবৈধ কাজ করছে। প্রশাসন এ কাজ থেকে সরে না এলে তীব্র প্রতিরোধ করা হবে। বে-আইনী কর্মকা-ের জবাব দেওয়া অবৈধ হবে না বলেও তিনি মনে করেন । তিনি বলেন, ‘বিএনপি কোনো ভূঁইফোড় সংগঠন নয়। একাধিকবার দেশ পরিচালনা করেছে। পাল্টা  জবাব দেওয়ার ক্ষমতাও দলটির আছে।’ সর্বদলীয় সরকারে এরশাদের অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এরশাদ দ্বি-মূখী নেতা। তার কোনো নৈতিকতা নেই। ভারতের কোচবিহার থেকে আসা এই লোকটির দেশের প্রতি কোনো দায়িত্বই নেই। তাকে নিয়ে বিএনপির কোনো মাথা  ব্যথাও নেই। তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের স্থিতিশীলতা চায়। এজন্য সংলাপের জন্য শেষসময় পর্যন্ত অপেক্ষা করবো আমরা।’এছাড়া আটক নেতাদের মুক্তি এবং সব রিমান্ড বাতিলের দাবি জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top