সকল মেনু

বিকালে সর্বদলীয় সরকারের শপথ

BANGLA-gov হটনিউজ প্রতিবেদক,১৮নভেম্বর,ঢাকা:  দশম সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার শপথ নিতে যাচ্ছে ‘সর্বদলীয় মন্ত্রিসভা’, আগামী মধ্য জানুয়ারিতে নির্বাচনের সময় তারাই ক্ষমতায় থাকবে। নির্বাচনকালীন ‘ছোট আকারের’ এই মন্ত্রিসভা গঠনের বিষয়টি রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে চূড়ান্ত হয়। সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা। তিনি বলেছন,‘সর্বদলীয়’ সরকারের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি তা স্বাগতও জানিয়েছেন। ‘এই মন্ত্রিসভা হবে বর্তমানের চেয়ে আকারে ছোট,’ বলেন মোশাররফ হোসেন।নির্বাচনকালীন এই সরকারের বিষয়ে আর কিছু বলেননি মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির আপত্তির মধ্যে প্রস্তাবিত এই সর্বদলীয় সরকারের প্রধানের দায়িত্বে শেখ হাসিনা থাকবেন কি না, তা রবিবার রাত পর্যন্ত স্পষ্ট হয়নি। একটি সূত্রে ইঙ্গিত মিলেছে, যদি বিএনপি ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় যোগ দেয়, তাহলে সরকার প্রধানের পদ শেখ হাসিনা জ্যেষ্ঠ কোনো নেতার হাতে ছেড়েও দিতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top