সকল মেনু

পুনর্গঠিত মন্ত্রিসভায় থাকছেন যারা

 হটনিউজ২৪বিডি.কম, ঢাকা, ১৭ নভেম্বর:  সোমবার বিকালে শপথ নিচ্ছেন নির্বাচনকালীন পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্যরা। বিকাল ৩টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন। রবিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিসভার সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচনকালীন পূনর্গঠিত এ মন্ত্রী সভায় আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, একে খন্দকার, সৈয়দ আশরাফুল ইসলাম, দীপু মনি, নুরুল ইসলাম নাহিদ নিয়োগ পাচ্ছেন বলে জানা গেছে। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বেগম রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু মন্ত্রী পরিষদে জায়গা করে নেবেন। এ ছাড়াও দেখা যেতে পারে ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, মঈন উদ্দিন খান বাদল সহ একাধিক। মন্ত্রী পরিষদ সচিব জানান, সোমবার বিকাল ৩টায় ৩০ সদস্যবিশিষ্ট মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে  রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন বলেও উল্লেখ করেন মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে এ মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top