সকল মেনু

ভোলায় ঝরে পড়া শিশুদের রোধকল্পে ওয়াচ গ্রুপের সভা

 ভোলা প্রতিনিধি:   ভোলায় প্রাথমিক শিক্ষার মানোউন্নয়ন,  শতভাগ ভর্তি নিশ্চিত করন, বিদ্যালয়গামী শিশুদের ঝরে পড়া রোধকল্পে   ওয়াচ গ্রুপের দিন ব্যাপী ওরিয়ে›টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার এম আলী প্রতিবন্ধি স্কুলের হলরুমে  গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিজানের যৌথ  উদ্দোগে সভা অনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গিয়াস  উদ্দিন আহমেদ। সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, গনসাক্ষরতা  অভিজান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক   জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য  রাখেন গণসাক্ষরতা অভিজানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার  আব্দুর রউফ, প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক ফ্লোরেডা ও প্রতিবন্ধি  বিদ্যালয়ের পরিচালক এম এম আলী। ওরিয়েন্টেশন সভায় ভেদুরীয়া ও  চরসামাইয়া ইউনিয়নের ওয়াচ গ্রুপের ৪২ জন সদস্য অংশ নেয়।  পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার  সমন্বয়কারি জাকির হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top