সকল মেনু

আজও আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

 নিজস্ব প্রতিবেদক, সাভার, ১৭ নভেম্বর:  শ্রমিকদের বেতন ভাতা কার্যকরের দাবীতে আজও আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক শ্রমিক। প্রেক্ষিতে প্রায় ৫০ কারখানায় অনির্দিষ্টকালীন ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে নেমে এসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা কয়েকটি গাড়ী ভাঙচুর করে। এ সময় শিল্পাঞ্চলের শিমুলতলী, জামগড়া ও ছয়তলা মোড়ে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে কাদানে গ্যাস ও রাবার বুলেট, সটগানের গুলি নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top