সকল মেনু

সুষ্ঠু নির্বাচন দেখতে চাই: নিশা দেশাই

 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। শনিবার সন্ধ্যার মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায় বিভিন্ন পেশার ছয় জনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে মানবাধিকার সংগঠন হিসাবে পরিচিত অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্র ছাড়াও সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, অ্যাডভোকেট ফৌজিয়া করিম, সাংবাদিক মাহফুজুল্লাহ, সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার ও ব্র্যাকের ব্যারিস্টার মঞ্জুর হাসান উপস্থিত ছিলেন। হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রকাশের অভিযোগে গত ১০ অগাস্ট আদিলুর রহমান খান শুভ্রকে আটক করা হয়েছিল। গত ১১ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিনে মুক্তি পান আদিল। বৈঠক শেষে নিশা দেশাইয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা। পরে বদিউল আলম মজুমদার বৈঠক প্রসঙ্গে হটনিউজ২৪বিডি.কমকে বলেন, “বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কোনো দলের প্রতি তাদের কোনো পক্ষপাত নেই।” যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন বলেও জানান বদিউল আলম মজুমদার। তিন দিনের সফরে শনিবার বেলা সাড়ে ১২টায় জাপান থেকে বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নিশা তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

ঢাকা আসার আগে যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ১২ নভেম্বর থেকে টোকিও সফর করেন নিশা। ওই বৈঠকে ভারতের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সংবাদ মাধ্যমের খবর। ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণও বলেছেন, বাংলাদেশের বিষয়ে নয়া দিল্লির সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে।

বৈঠক প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, “আলোচনায় অংশ নিয়ে আমার কাছে মনে হয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে চায়।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top